নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট ১৬ জানুয়ারি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার বিকেলে এই ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়।

সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সব জায়গায় ইভিএমে ভোট হবে।

একই তফসিলে জাতীয় সংসদের টাঙ্গাইল–৭ আসনের উপনির্বাচন, নোয়াখালী, নাটোরের বাগাতীপাড়া, যশোরের ঝিকরগাছা, চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।