নারায়ণগঞ্জে পাম্প বিকল, পানির তীব্র সংকট

নারায়ণগঞ্জের বন্দর সোনাকান্দা এলাকায় বৈদ্যুতিক তার পুড়ে যাওয়ায় ওয়াসার পাম্প বিকল হয়ে গেছে। এতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। পানিসংকটে ওই এলাকার প্রায় ২৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।

পানির অভাবে দৈনন্দিন কাজকর্মে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পানি সংগ্রহের জন্য এলাকাবাসীকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, তিন দিন ধরে সোনাকান্দা এলাকায় ওয়াসার পানি উত্তোলনের পাম্প বিকল হয়ে পড়ে। এতে পানি উত্তোলন করতে না পারায় সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর, ব্যাপারীপাড়া, দড়ি সোনাকান্দা, সোনাকান্দা ও হাজীপুর এলাকার প্রায় ২৫ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়ে। ওয়াসার গাড়ি এলেই শত শত লোক কলস নিয়ে হুমড়ি খেয়ে পড়ে। চাহিদা অনুযায়ী পানি পাচ্ছে না মানুষ।

রাসেল মিয়া নামের এক ব্যক্তি জানান, তিন দিন ধরে ওই ২০ নম্বর ওয়ার্ডে পানির তীব্র সংকট চলছে। ওয়াসার পাইপলাইনে পানি আসছে না। পানির জন্য এদিক–সেদিক ছোটাছুটি করতে হচ্ছে। পানি কোনো দিন সকালে আসে, আবার কোনো দিন বিকেলে আসে। কোনো দিন আসে না।

গৃহবধূ শর্মিলী আহমেদ বলেন, ওয়াসার পানির লাইনে পানি আসছে না। পানির সংকটে রান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজকর্মের ব্যাঘাত ঘটছে। বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে শুধু খাওয়ার পানি সংগ্রহ করা হচ্ছে।

এ বিষয়ে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ প্রথম আলোকে বলেন, গত বুধবার ওয়াসার পানি উত্তোলনের পাম্পের বৈদ্যুতিক তার পুড়ে গেছে। ওই তার পুড়ে যাওয়ায় ওয়াসার পানি সরবরাহ করা যাচ্ছে না। এতে পানি পাচ্ছে না তাঁর ওয়ার্ডের বাসিন্দারা। তিনি বলেন, ওয়াসার পাম্পের বৈদ্যুতিক তার আনা হয়েছে। সেটি লাগানো হচ্ছে। আশা করা হচ্ছে শুক্রবার রাতের মধ্যে তার লাগানো হলে পুনরায় পানি সরবরাহ স্বাভাবিক হবে।