নারীর ক্ষমতায়নে সামাজিক আন্দোলন চালু রাখতে হবে

সমাজে নারীর সমতায়ন, সমন্নোয়ন ও সমমূল্যায়ন করা গেলে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হবে। নারীর প্রতি পরিবার থেকে শুরু করে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এ ছাড়া নারীর ক্ষমতায়নে সামাজিক আন্দোলন অব্যাহত রাখতে হবে।

গত বুধবার একশনএইড ও প্রথম আলো বন্ধুসভার যৌথ উদ্যোগে ‘নারীর ক্ষমতায়ন শুধু নয়, চাই সমতায়ন, সমন্নোয়ন ও সমমূল্যায়ন’ শীর্ষক একটি ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। একশনএইড-প্রথম আলো বন্ধুসভা জাতীয় বিতর্ক উৎসব ২০২০ উপলক্ষে এই ওয়েবিনার হয়।

নারী দেয়ালে পিঠ না ঠেকলে আইনের আশ্রয় নিতে যান না। পুরুষের সমর্থন না পেলে সমতায়ন, সমন্নোয়ন ও সমমূল্যায়ন সম্ভব নয়
ছাদেকুল আরেফিন

ওয়েবিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন বলেন, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও মানসিক—এই চার কাঠামোগত পরিবর্তন এলে নারীর সমতা, সমন্নোয়ন ও সমমূল্যায়ন হবে। তবে শিক্ষায় সমতা না আনতে পারলে পরিবর্তন আসবে না। তিনি নারীর ক্ষমতায়নের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলন চলতে থাকলে সমাজে ইতিবাচক প্রবাহ তৈরি হবে। নারীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুন আক্তার বলেন, পরিবারে যদি ছেলে ও মেয়েসন্তান একই মানসিকতায় বেড়ে ওঠে, তাহলে ছেলেসন্তান বড় হলে সেটা তার নিজের পরিবারে ও সমাজে প্রভাব ফেলবে। সবাইকে একযোগে কাজ করতে হবে, তাহলেই পরিবর্তন আসবে।

সাদেকা হালিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম সমাজে নারীর বিভিন্ন অবস্থানের কথা তুলে ধরে বলেন, নারীদের যখন ঋণ দেওয়া হলো, তখন তাঁরা সেই টাকা নিয়ে পালিয়ে যাননি। টাকার সদ্ব্যবহার করেছেন। নারীরা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে সমাজের বড় বড় পদে আসীন হচ্ছেন।

ধর্ষকের সঙ্গে জেলগেটে বিয়ের ঘটনা প্রসঙ্গে

আইনের মধ্যেও পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে। সমমূল্যায়নের জন্য রাজনৈতিক কণ্ঠ জোরালো করতে হবে।
সাদেকা হালিম

পাঠ্যপুস্তকসহ গণমাধ্যমে নারীদের প্রভাবশালী কোনো ভূমিকায় দেখানো হয় না বলে জানান একশনএইড ইন্টারন্যাশনালের সাউথ এশিয়া অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মো. হেলাল উদ্দিন।

করোনায় ঘরের কাজে পুরুষের অংশগ্রহণ যেমন বেড়েছে, তেমন বেড়েছে নারী নির্যাতনও। সমমূল্যায়ন পরিবার থেকে শুরু করতে হবে। তাহলেই পরিবর্তন আসবে।
হেলাল উদ্দিন

ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন বলেন, নারী নিজ অবস্থান থেকে যদি নিজের অধিকারগুলো ভোগ করতে পারেন, মত প্রকাশ করতে পারেন, তাহলেই ক্ষমতায়ন হবে। পাশাপাশি সমতায়নও হবে। সমাজ নারীকে শিক্ষিত হতে দিলেও সচেতন হতে দেয় না, স্বাধীনতা দেয় না, স্বকীয়তা দেয় না। অদৃশ্য নিয়ন্ত্রণ থাকে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, নারী দেয়ালে পিঠ না ঠেকলে আইনের আশ্রয় নিতে যান না। পুরুষের সমর্থন না পেলে সমতায়ন, সমন্নোয়ন ও সমমূল্যায়ন সম্ভব নয় বলেও জানান তিনি।

আনিসুল হক

কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক স্বাগত বক্তব্যে বলেন, নারীর চোখে পৃথিবীকে দেখলে বুঝব যে মূল্যায়নের মাত্রায় ছেলে ও মেয়েদের ক্ষেত্রে আলাদা হয়ে যায়। সমমূল্যায়ন ও সমন্নোয়ন হলে সমতার বিধান ঘটবে। তখন সেটা ক্ষমতায়ন ঘটাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন শান্তা তাওহিদা ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানের কথা তুলে ধরে বলেন, সমাজে নারী-পুরুষের অবদান সমান। জিডিপিতে নারীর অবদানকে আলাদা করে দেখানো হয় না। সমান দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হলে নারীও পুরুষের পাশাপাশি নিজেকে মানবসম্পদ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। নারীর শুধু ক্ষমতায়ন না সমতায়ন, সমন্নোয়ন ও সমমূল্যায়ন দরকার।

সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও মানসিক—এই চার কাঠামোগত পরিবর্তন এলে নারীর সমতা, সমন্নোয়ন ও সমমূল্যায়ন হবে। তবে শিক্ষায় সমতা না আনতে পারলে পরিবর্তন আসবে না।

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মৌসুমী মৌ ও ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি উত্তম রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত এবং প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ।