নালিতাবাড়ীতে দেড় হাজার পরিবার পানিবন্দী, দুর্ভোগ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ছবিটি গতকাল বিকেলে গড়কান্দা এলাকা, নালিতাবাড়ী, শেরপুর, ৩০ জুন
ছবি: প্রথম আলো

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদের পাঁচটি অংশে বাঁধ ভেঙে প্রায় ১ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে মানুষ দুর্ভোগে পড়েছে। এ ছাড়া ঢলের পানিতে শহরের দুটি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নে ভোগাই নদের তিনটি স্থানে বাঁধ ভেঙে যায়। এ ছাড়া পৌর শহরের গড়কান্দা ও নিচপাড়া এলাকায় শহর রক্ষা ৫০০ মিটার ও নিচপাড়া এলাকায় ১০০ মিটার বাঁধ ভেঙে যায়। ফলে গড়কান্দা, নিচপাড়া, শিলপাড়া এলাকায় প্রায় ১ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে।

পানিবন্দী হয়ে পড়ায় এসব পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ঢলের পানিতে নালিতাবাড়ী-নিচপাড়া সড়কের প্রায় ১ কিলোমিটার ও নালিতাবাড়ী-নয়াবিল সড়কের ৫০০ মিটার সড়ক পানিতে ডুবে গেছে। এ পথে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া কলসপাড়, যোগানিয়া ও বাঘবেড় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এ ব্যাপারে পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আশা করি, দ্রুত এই পানি নেমে যাবে। আমি ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়েছিলাম। সংশ্লিষ্ট কাউন্সিলরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, ‘ভাঙন এলাকা পরিদর্শন করেছি। জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’