নিজের স্কুলে সংবর্ধিত আকবর

ক্রিকেটার আকবর আলীকে ফুল দিয়ে স্বাগত জানায় শিক্ষার্থীরা। গতকাল রংপুর নগরের জুম্মাপাড়ার বেগম রোকেয়া বালিকা উচ্চবিদ্যালয়ে।  ছবি: প্রথম আলো
ক্রিকেটার আকবর আলীকে ফুল দিয়ে স্বাগত জানায় শিক্ষার্থীরা। গতকাল রংপুর নগরের জুম্মাপাড়ার বেগম রোকেয়া বালিকা উচ্চবিদ্যালয়ে। ছবি: প্রথম আলো

বেলা সাড়ে ১১টা। রংপুর নগরীর জুম্মাপাড়ায় অবস্থিত বেগম রোকেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে চত্বরে প্রবেশ করতেই শিক্ষার্থীদের মুহুর্মুহু করতালি। সেই সঙ্গে বিশ্বসেরা যুবা খেলোয়াড় আকবরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা স্লোগান। দেশবরেণ্য কৃতী খেলোয়াড় আকবরের ওপর এ সময় শিক্ষার্থীরা ফুল ছিটাতে থাকে।

এ সময় আকবর হাত উঁচিয়ে শুভেচ্ছার জবাব দেন। ফুলে ফুলে ভরে ওঠে আকবরের শরীর। সেই সঙ্গে পুরো স্কুল চত্বরে যেন পুষ্পবর্ষণ হতে থাকে আকবরকে উদ্দেশ্য করে।

এভাবেই গতকাল রোববার ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সফল অধিনায়ক ও রংপুরের কৃতী সন্তান আকবর আলী। তিনি যে স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন, সেই বেগম রোকেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরাই এবার তাঁকে সংবর্ধিত করলেন। আকবরের শিশুকালের স্কুলটি বালিকা উচ্চবিদ্যালয় হলেও প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শাখায় ছেলে-মেয়ে উভয়ে পড়াশোনা করে।

গতকাল স্কুল ভবনের একটি বারান্দায় এ কৃতী খেলোয়াড়ের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বিনতে হুসাইন নাজনীন বানু। অন্যান্যের মধ্যে আলোচনা করেন শিক্ষক রামেন্দু শেখর রায়, জোনায়েদ হোসেন, ফজলুল হক, বেলী দেবী, পুষ্প রানী দাস, নাশিদ জামান, হেলেনা আক্তার, খালেদা আক্তার প্রমুখ।

শিশুকালের প্রিয় বিদ্যালয়ে সংবর্ধিত হতে পেরে আকবর আলী আনন্দিত ও উৎফুল্ল। তিনি শিক্ষকদের কাছে দোয়া চেয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো মানুষ হতে হবে। ভালোভাবে পড়াশোনা করতে হবে। দেশ গঠনে সবাইকে অবদান রাখতে হবে।

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে আকবর আলী বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো খেলোয়াড় হতে পারি। আরও ভালো অবস্থানে যেতে পারি। রংপুরসহ দেশের মুখ উজ্জ্বল করতে পারি।’