নিম্যান ফেলোশিপ পেয়েছেন প্রথম আলোর সাবিহা

শেখ সাবিহা আলম

সাংবাদিকদের জন্য মর্যাদাপূর্ণ নিম্যান ফেলোশিপ পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক শেখ সাবিহা আলম। এই ফেলোশিপের আওতায় ২০২৩ শিক্ষাবর্ষে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন।

নিম্যান ফাউন্ডেশন ফর জার্নালিজমে এবার বিভিন্ন দেশের ২৪ জন সাংবাদিক সুযোগ পেয়েছেন। বাংলাদেশ থেকে এবার মনোনীত হয়েছেন শেখ সাবিহা আলম। তিনি সেখানে ‘মানবাধিকার লঙ্ঘন ও জোরপূর্বক অভিবাসন’ বিষয় নিয়ে পড়াশোনা করবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সাংবাদিক, গবেষক ও লেখকদের সঙ্গে সভা–সেমিনারে অংশ নেওয়ারও সুযোগ পাবেন। শেখ সাবিহা আলম প্রথম আলোতে ১২ বছর ধরে সাংবাদিকতা করছেন।

নিম্যান ফাউন্ডেশন ১১ মে এবারের নিম্যান ফেলোদের নাম ঘোষণা করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, এবারের ফেলোরা সাংবাদিকতায় সরকারি দমন, ভুল তথ্য নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে কাজ করবেন।

নিম্যানের এই ৮৫তম ব্যাচে কম্বোডিয়া, ইউক্রেন, রাশিয়া, আফগানিস্তান, তুরস্ক, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, মেক্সিকো, নাইজেরিয়া ও হংকংয়ের সাংবাদিকেরা অংশ নিচ্ছেন। নিম্যানের বিবৃতিতে বলা হয়েছে, এসব দেশে সংবাদপত্রের স্বাধীনতা কঠোরভাবে সীমিত বা আক্রমণের মুখে আছে। নিউইয়র্ক টাইমস, ইএসপিএন, বিবিসি, ইউএসএ টুডে, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নালসহ পুলিৎজার পুরস্কার পাওয়া সাংবাদিকেরাও এবারের নিম্যান ফেলো।

১৯৩৮ সাল থেকে সাংবাদিকতার জন্য নিম্যান ফাউন্ডেশন এ ফেলোশিপ দিয়ে আসছে। এ পর্যন্ত তারা ১০০টি দেশ থেকে ১ হাজার ৭০০–এর বেশি সাংবাদিককে এক বছরের অধ্যয়ন, উদ্ভাবন ও গবেষণার জন্য হার্ভার্ডে পড়ার সুযোগ দিয়েছে।