
নিষেধাজ্ঞা অমান্য করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তিনটি বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও পৌরসভা। অভিযোগ রয়েছে, বিদ্যালয় মাঠে গরুর হাট বসিয়ে প্রতিটি গরুর দাম থেকে শতকরা দুই থেকে তিন টাকা আদায় করছে ব্যবস্থাপনা কমিটি।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় শত বছর ধরে গরুর হাট বসে। এ ছাড়া একই এলাকার চান মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং স্বরূপকাঠি পৌর শহরের স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গরুর হাট বসছে।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সুটিয়াকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শামিয়ানা টানিয়ে গরুর হাট বসানো হয়েছে। বিদ্যালয়ের পশ্চিম প্রান্তে রয়েছে সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের মাঠে গরুর মলমূত্রের দুর্গন্ধে পরিবেশ নোংরা হয়ে গেছে। শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসার সময় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই অবস্থা চান মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে। ওই বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়। গরুর হাটের কারণে বিদ্যালয়ের পরিবেশ নোংরা হয়ে গেছে।
সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী বলে, গরুর মলমূত্রের দুর্গন্ধে ক্লাস করা যায় না। বিদ্যালয়ে যতক্ষণ থাকি নাক চেপে ধরে রাখি।
সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিদ্যালয়ের মাঠটি মাধ্যমিক বিদ্যালয়ের হওয়ায় আমরা ইচ্ছা করলেই গরুর হাট বন্ধ করে দিতে পারি না।’
সুটিয়াকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান বলেন, প্রায় শত বছর ধরে বিদ্যালয়ের মাঠে গরুর হাটটি বসে আসছে। গরুর হাট থেকে আয় বিদ্যালয়ের উন্নয়নকাজে ব্যয় করা হয়।
চান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চার বছর ধরে গরুর হাট বসানো হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের অনুরোধে গরুর হাট বসানো হয়েছে।
স্বরূপকাঠি পৌর শহরের স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গরুর হাট বসিয়েছে পৌরসভা। গতকাল সোমবার থেকে হাট বসেছে। পৌর মেয়র মো. গোলাম কবির বলেন, পৌর শহরে গরুর হাট বসানোর জন্য বিকল্প জায়গা না থাকায় বাধ্য হয়ে বিদ্যালয়ের মাঠে এক পাশে গরুর হাট বসাতে হয়েছে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ গতকাল সোমবার বিকেলে বলেন, ‘বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসাতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। আমি বিদ্যালয়গুলোকে গরুর হাট না বসানোর জন্য চিঠি দিয়েছি। তবে গরুর হাটের জন্য বিকল্প জায়গা না থাকায় কয়েকটি বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসেছে।’