নেপাল সেনাবাহিনীকে জরুরি চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বনশিধর মিশ্রার হাতে উপহারসামগ্রী তুলে দেন। ঢাকা, ৩ জুন
ছবি: আইএসপিআর

নেপাল সেনাবাহিনী সদস্যদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে তাঁদের জন্য জরুরি চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপাল সেনাবাহিনীর অনুরোধে এসব উপহারসামগ্রী দেওয়া হয়।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বনশিধর মিশ্রার হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় বিমানবাহিনীর ঘাঁটি ‘বঙ্গবন্ধু’-তে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

এসব উপহারের মধ্যে আছে জরুরি ওষুধ, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, ডিসপোজেবল ক্যাপ, গ্লাভসের মতো পণ্য সামগ্রী।

২০১৫ সালে নেপালে ভূমিকম্পের পরও বাংলাদেশ সেনাবাহিনী সেখানে চিকিৎসা ও খাদ্যসহায়তা পাঠিয়েছিল।