নোয়াখালীতে করোনায় দুজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২
নোয়াখালীতে আজ বুধবার করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলা শহরের হরিনারায়ণপুর এলাকায় মারা গেছেন এক নারী (৪৫)। আর সেনবাগে মারা গেছেন এক পল্লি চিকিৎসক (৪৫)।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ ২৩ জন রয়েছেন। এ ছাড়া সুবর্ণচরে ছয়জন ও কবিরহাট উপজেলায় রয়েছেন তিনজন। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০১ জন। আজ জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
জানতে চাইলে জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের ফলাফল পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত হওয়া রোগীদের আপাতত বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গত ৬ জুন নোয়াখালী শহরের হরিনারায়ণপুর এলাকার এক নারীর (৪৫) শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। গতকাল বুধবার সকাল আটটার দিকে তিনি বাড়িতে মারা যান। এরপর বিশেষ ব্যবস্থায় তাঁর লাশ দাফন করা হয়।
সেনবাগ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমান জানান, উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের করোনায় আক্রান্ত এক ব্যক্তি (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা গেছেন। ওই ব্যক্তি এলাকার পল্লি চিকিৎসক ছিলেন। গত ১ জুন ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল। ৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়। মঙ্গলবার দুপুরের দিকে তাঁর অবস্থার অবনতি ঘটে। তীব্র শ্বাসকষ্ট দেখা যায়। পরে তাঁকে জেলা সদরের কোভিড-১৯ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১০১ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ জন। সবচেয়ে বেশি মারা গেছেন বেগমগঞ্জ উপজেলায় ১৮ জন। আর সেনবাগে ৬ জন।