নড়াইলে শিক্ষক লাঞ্ছনার বিচারিক অনুসন্ধান চেয়ে করা রিটের শুনানি মুলতুবি

হাইকোর্ট
ফাইল ছবি

নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনায় বিচারিক অনুসন্ধান চেয়ে করা রিটের ওপর শুনানি মুলতুবি হয়েছে।

রাষ্ট্রপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার বিষয়টি নট টুডে (বুধবার নয়) রাখেন।

এর আগে ৪ জুলাই আইন ও সালিস কেন্দ্র ওই রিটটি করে, যা পরদিন আদালতে জমা দেওয়া হয়। গতকাল আদালতের কার্যতালিকায় রিটটি ৮৭ নন্বর ক্রমিকে ওঠে।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক, মো. শাহীনুজ্জামান ও লুৎফে জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান।

পরে আবুল কালাম খান প্রথম আলোকে বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষে শুনানি করবেন, যে কারণে এক দিন সময় চাওয়া হয়। অবকাশকালীন এই বেঞ্চ সময় মঞ্জুর করেছেন। এ হিসেবে ১৭ জুলাই রিটের ওপর শুনানি হতে পারে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার ছবি দিয়ে ফেসবুকে নড়াইল সদরের এক কলেজছাত্রের পোস্ট নিয়ে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে গত ১৮ জুন কলেজের অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়৷ স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের ওই ছাত্র ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিন কলেজে গেলে কিছু মুসলমান ছাত্র তাঁকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন৷ ওই সময় অধ্যক্ষ ওই ছাত্রের ‘পক্ষ নিয়েছেন’ এমন রটনা ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা তৈরি হয়।