নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসের অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। বুধবার ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে
ছবি: প্রথম আলো

ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে আজ বুধবার যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। অনুষ্ঠান উপলক্ষে হাইকমিশনে উপস্থিত অতিথিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

বিজয় দিবসের অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতাসংগ্রামীদের স্বপ্ন পূরণ করেছে। প্রধানমন্ত্রী গড়ে তুলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাধের সোনার বাংলা।

হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আজ সুদৃঢ় হয়েছে। গণতন্ত্র ফিরে পেয়েছে তার ধারাবাহিকতা। সমাজে প্রতিষ্ঠা পেয়েছে অসাম্প্রদায়িকতা। বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, ‘আজ আমরা গর্ববোধ করি এই কারণে যে বঙ্গবন্ধুর নির্দেশিত “সবার সঙ্গে বন্ধুতা, কারও সঙ্গে বৈরিতা নয়’ কূটনীতির সার্থক রূপায়ণে বাংলাদেশ সফল।”

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বুধবার ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে
ছবি: প্রথম আলো

বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বার্তা পাঠ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।