পচা মাছ রাখায় আগোরাকে জরিমানা

পচা মাছ রাখার দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে সুপারশপ আগোরাকে। সাংবাদিকদের পচা মাছ দেখাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। ছবিটি ফেসবুক থেকে নেওয়া
পচা মাছ রাখার দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে সুপারশপ আগোরাকে। সাংবাদিকদের পচা মাছ দেখাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। ছবিটি ফেসবুক থেকে নেওয়া

১০ কেজি পচা মাছ রাখার দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে সুপারশপ আগোরাকে। অনাদায়ে ওই সুপারশপের স্টোর ম্যানেজার ও ক্যাশিয়ারকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার ওই সুপারশপে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আগোরার স্টোর ম্যানেজার হলেন মিজানুর রহমান এবং দণ্ডপ্রাপ্ত ক্যাশিয়ারের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই আগোরা সুপারশপে ১০ কেজি মাছের মধ্যে নয় কেজি রুই মাছ এবং বাকি এক কেজি ছিল রূপচাঁদা মাছ।

ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন পণ্যের মান ও ওজন যাচাই করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ওই আগোরা সুপারশপ কর্তৃপক্ষ পচা মাছ রাখার কথা স্বীকার করেছে এবং জরিমানার টাকা নগদ পরিশোধ করেছে।

রুপচাঁদা মাছগুলো পচা থাকার কথা স্বীকার করে স্টোর ম্যানেজার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, রুপচাঁদা মাছ সাগর থেকে ধরা হয়। তা হিমায়িত করে ঢাকায় আনা হয়। ফলে এসব মাছ নরম থাকে।