পঞ্চগড়ের বোদায় শ্বাসকষ্ট-বুকে ব্যথা নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

পঞ্চগড়ের বোদা উপজেলায় শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই ব্যবসায়ী (৫৫) বোদা পৌরসভার সাতখামার এলাকার বাসিন্দা। তিনি বোদা বাজারে পান বিক্রি করতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শুক্রবার সকালে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে ওই ব্যবসায়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে আইসোলেশনে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। তবে নমুনা পরীক্ষার ফল পাওয়ার আগেই রাত ৯টার দিকে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস আই এম রাজিউল করিম বলেন, স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যক্তির মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করতে বলা হয়েছে।

সিভিল সার্জন মো. ফজলুর রহমান জানান, ওই ব্যক্তির নমুনা আজ রোববার সকালে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। তিনি বলেন, শনিবার সকাল পর্যন্ত মোট ২ হাজার ৪২৬ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআর, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সব নমুনার পরীক্ষার ফল পাওয়া গেছে। তাদের মধ্যে ২১১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪৪ জন। মারা গেছেন চারজন।