পরিচয় ভুলে যাওয়া অন্তঃসত্ত্বা নারীকে নিতে হাসপাতালে এসেছে দুই পক্ষ

হাসপাতালের বিছানায় ওই নারীর কোলে রতন নামের শিশুটি পাশেই বসা সুরুজ। ছবি: প্রথম আলো
হাসপাতালের বিছানায় ওই নারীর কোলে রতন নামের শিশুটি পাশেই বসা সুরুজ। ছবি: প্রথম আলো

লালমনিরহাট সদর হাসপাতালে গত সেপ্টেম্বর থেকে ভর্তি থাকা নিজের পরিচয় ভুলে যাওয়া অন্তঃসত্ত্বা নারীকে নিজের স্বজন বলে দাবি করছে দুই পক্ষ। সুরুজ প্রামাণিক নামে একজন এসে বলেন এই নারী তাঁর স্ত্রী। সঙ্গে দুই বছরের এক শিশুকে নিয়ে আসেন। অন্য পক্ষে এসেছেন জিল্লুর রহমান, আব্দুল বারিক ও আব্দুল বারিকের স্ত্রী। দাবি করছেন তারা এই নারীর দাদা ও চাচা-চাচি।

এখন কার কাছে এই নারীকে হস্তান্তর করা হবে সেটি প্রশাসনিকভাবে নিশ্চিত করার জন্য উভয় পক্ষকে লালমনিরহাট সদর থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সুরুজ প্রামাণিক (৩৮) দাবি করেন, এই নারীর বাবার বাড়ি বগুড়ার ধুনট থানার কালাগ্রাম ইউনিয়নের সরুগ্রামে। আর শ্বশুর বাড়ি একই জেলার শেরপুর থানার গাড়িদহ ইউনিয়নের বাংরা গ্রামে। এই নারীর বাবা-মা মারা যাওয়ায় তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন।

গত সোমবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘পরিচয় ভুলে যাওয়া অন্তঃসত্ত্বা নারীটি এখনো হাসপাতালে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া লালমনিরহাট সদর হাসপাতালে সমাজসেবা কর্মকর্তা মো. এরশাদ আলী ২৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি থাকা অন্তঃসত্ত্বা এ নারীটির পরিচয় ও ঠিকানা জানতে চেয়ে সচিত্র স্ট্যাটাস দিয়েছিলেন।

সুরুজ প্রামাণিক এসব খবরের সূত্র ধরে আজ বুধবার লালমনিরহাট সদর হাসপাতালে আসেন। ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করে নাম বলেন রমিছা। এ সময় সুরুজের সঙ্গে থাকা দুই বছরের শিশু রতনকে ওই নারী নিজের কোলে নিয়ে আদর করেন।

এদিকে এই নারীকে নিতে দুপুরে আসেন জিল্লুর রহমান, আব্দুল বারিক এবং তাঁর স্ত্রী। জিল্লুর নিজেকে ওই নারীর দাদা, আব্দুল বারিক চাচা বলে দাবি করেন।

আজ বুধবার সন্ধ্যায় লালমনিরহাট সদর হাসপাতালের লেবার ও গাইনি ওয়ার্ডে গিয়ে দেখা যায় ওই নারীর কোলে রতন নামের শিশুটি পাশেই বসা সুরুজ। সুরুজ প্রামাণিক বলেন, আমার শ্বশুর-শাশুড়ি কেউ জীবিত নেই। রমিছা তাদের একমাত্র সন্তান ছিল। বিষয়টি মাথায় রেখে আমি স্ত্রী-সন্তানসহ শ্বশুর বাড়িতে থাকছিলাম। কিন্তু শ্বশুরের অন্যান্য আত্মীয়-স্বজন রমিছার সম্পত্তি হাতিয়ে নিতে নানাভাবে আমার স্ত্রীকে অত্যাচার করা ছাড়াও পাগল প্রমাণের জন্য শিকল দিয়ে কয়েক মাস বেঁধে রাখে। এ অবস্থায় আমি রমিছাকে নিয়ে টাঙ্গাইলের করোটিয়ার বাজারে বাসা ভাড়া নিয়ে দিনমজুরের কাজ করছিলাম। গত শাওন মাসের মাঝামাঝি সময় একদিন বিকেলে আমার স্ত্রী সেখান থেকে বাসে করে তার বাবার বাড়িতে রওনা হয়। কিন্তু সে সেখানে যায়নি। আমি তাঁর ছবি না থাকায় থানায় জিডি করতে পারিনি। রতন নামের দুই বছরের শিশুকে নিয়ে পাঁচ মাসের অধিক সময় অতিকষ্টে সময় কেটেছে। কোথাও স্ত্রীকে খুঁজে পাইনি। এ অবস্থায় খবর পেয়ে তাঁকে নিতে লালমনিরহাটে এসেছি। কিন্তু হাসপাতাল আমাকে অপেক্ষা করতে বলেছে। ’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, অজ্ঞাত পরিচয়ের অন্তঃসত্ত্বা নারীটিকে নিতে দুটি পক্ষ এসেছে। এ অবস্থায় বগুড়া জেলার শেরপুর ও ধুনট থানার পুলিশের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য প্রাপ্তি সাপেক্ষে ওই নারীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।