পরীক্ষার্থী একজন, দায়িত্বে ১৩ জন

পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে পুরো একটি কেন্দ্র। চলে এসেছেন পরীক্ষা পরিচালনা কমিটির পাঁচ কর্মকর্তা, পুলিশের তিন সদস্যসহ মোট ১৩ জন। সবাই যার যার দায়িত্ব পালনে তৎপরতা শুরু করেছেন। চলে এসেছে পরীক্ষার সময়। কিন্তু কেন্দ্রে কোনো পরীক্ষার্থী দেখা যাচ্ছে না। পরীক্ষা শুরুর কিছু আগে কেন্দ্রে প্রবেশ করলেন মাত্র এক পরীক্ষার্থী! জানা গেল তাঁকে ঘিরেই এত আয়োজন!

এমন ঘটনাই ঘটেছে জামালপুরের সরিষাবাড়ির মাহমুদা সালাম মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে। শনিবার থেকে সারা দেশে শুরু হয়েছে ২০১৮ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা। বেলা দুইটায় শুরু হওয়া ওই পরীক্ষায় ঘটেছে এমন ঘটনা।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শনিবার ঐচ্ছিক বিষয় হিসেবে বাংলা ও ইংরেজির পরীক্ষা ছিল। তবে মাহমুদা সালাম মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের ৭০০ পরীক্ষার্থীদের মধ্যে মাত্র একজনের ঐচ্ছিক বিষয় ছিল ইংরেজি। আর এ কারণে ওই পরিস্থিতি তৈরি হয়েছে।

ওই এক পরীক্ষার্থীর নাম মামুন মিয়া। তিনি সরিষাবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষার্থী। মামুন বলেন, ‘আমি বিএ ক্লাসে ঐচ্ছিক বিষয় হিসেবে ইংরেজি নিয়েছি। একা পরীক্ষা দিতে কষ্ট হলেও ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতেই হতো, না হলে পাস করতে করতাম না।’

মামুনের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পরীক্ষা পরিচালনা কমিটির ৫ জন, পুলিশের তিনজন, ইনভিজিটর টিমের ১ জন, পিয়ন ১ জন, কক্ষ পরিদর্শক ১ জন, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের ১ জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ১৩ জন দায়িত্ব পালন করেছেন।

সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ ইমদাদুল হক বলেন, এক পরীক্ষার্থীর জন্য তারা ১৩ জন দায়িত্ব পালন করেছেন।

একই কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘পরীক্ষার্থী একজন হলেও আমিসহ ১৩ জন দায়িত্ব পালন করেছি।’