পরীমনির কস্টিউম ডিজাইনার আটক
চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে মাদকসহ আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, জিমির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে।