পর্যটনকেন্দ্রে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য

গত মার্চের শেষ সপ্তাহ থেকে আগস্ট পর্যন্ত শূন্যের কোঠায় চলে যায় পর্যটন ব্যবসা। বন্ধ ছিল পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেলগুলো। ২৮ আগস্ট থেকে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার পর ধীরে ধীরে জেগে উঠতে শুরু করে পর্যটন এলাকাগুলো। দিনকে দিন বাড়ছে পর্যটকের সংখ্যা। আলুটিলার গুহা, রিসাং ঝরনা, রেমাক্রি, নাফাখুম, মায়াবিনী লেক, নীলাচল, মেঘলাসহ পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকের পদচারণে মুখর হয়ে উঠেছে। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনোদনকেন্দ্র—সর্বত্র ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। আসলে দীর্ঘদিন গৃহবন্দী থেকে বা সীমিত গণ্ডির মধ্যে চলাচল করতে করতে হাঁসফাঁস করছিল মানুষ। এখন মুক্ত হাওয়ায় নিশ্বাস নেওয়ার জন্যই যেন মানুষ ছুটে আসছেন মনোহর পাহাড়ি প্রকৃতির সান্নিধ্যে।

১ / ১২
বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকে মুখর খাগড়াছড়ি সদরের পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের ঝুলন্ত সেতু। ১৩ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
২ / ১২
পর্যটকেরা আলুটিলায় দাঁড়িয়ে খাগড়াছড়ি শহর ও আঁকাবাঁকা চেঙ্গী নদীর সৌন্দর্য উপভোগ করছেন। আলুটিলা পর্যটনকেন্দ্র, মাটিরাঙ্গা উপজেলা, খাগড়াছড়ি, ১৩ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
৩ / ১২
তেরাংতৈকালাই ঝরনায় (রিসাং ঝরনা) পর্যটকদের ভিড়। তেরাংতৈকালাই ঝরনা, মাটিরাঙ্গা উপজেলা, ১৩ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
৪ / ১২
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরা মুঠোফোনের আলো জ্বালিয়ে আলুটিলা গুহা ঘুরে দেখছেন। আলুটিলা পর্যটনকেন্দ্র, মাটিরাঙ্গা উপজেলা, খাগড়াছড়ি, ১৩ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
৫ / ১২
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরা এসেছেন তেরাংতৈকালাই ঝরনা (রিসাং ঝরনা) দেখতে। তেরাংতৈকালাই ঝরনা, মাটিরাঙ্গা উপজেলা, ১৩ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
৬ / ১২
ছুটির দিনে পর্যটকেরা এসেছেন রাঙামাটিতে। ডিয়ার পার্ক ঝুলন্ত সেতু এলাকায় কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণে পর্যটকেরা স্বাস্থ্যবিধি মানছেন না। করোনা সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও অধিকাংশ পর্যটকের মুখে মাস্ক নেই। রাঙামাটি, ১৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১২
রাঙামাটির ডিয়ার পার্ক এলাকায় ভ্রাম্যমাণ দোকানগুলোতে বেচাকেনা জমেছে। কিন্তু ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। কারও মুখে মাস্কও নেই। ১৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১২
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরা চাঁদের গাড়ি ও পিকআপে আলুটিলা ও তেরাংতৈকালাই ঝরনা (রিসাং ঝরনা), তারেং ও আলুটিলা বৌদ্ধবিহার বেড়াতে যাচ্ছেন। পুনর্বাসন এলাকা, সদর, খাগড়াছড়ি, ১৩ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
৯ / ১২
কেব্‌ল কারে চড়ে পাহাড়, লেক আর সবুজে ঘেরা অরণ্য উপভোগ করতে আসেন পর্যটকেরা। মেঘলা পর্যটনকেন্দ্রে, বান্দরবান, ১৪ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১২
পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসেন স্থানীয় লোকজনও। নীলাচল পর্যটনকেন্দ্র, সদর, বান্দরবান, ১৪ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১২
দূরদূরান্ত থেকে পাহাড়ে আসা পর্যটকদের পদচারণায় মুখর মেঘলা পর্যটনকেন্দ্রের লেকের ঝুলন্ত সেতু। বান্দরবান, ১৪ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১২
ছুটির দিনে পর্যটকেরা এসেছেন রাঙামাটিতে। পর্যটনের ডিয়ার পার্ক এলাকায় ঝুলন্ত সেতুতে পর্যটকের ভিড়। ১৩ নভেম্বর, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা