পাঁচ জেলা থেকে ছয় জঙ্গি গ্রেপ্তার: র‌্যাব

প্রতীকী ছবি

ঢাকাসহ দেশের পাঁচটি স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সামরিক শাখার দুজনসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, প্রচারপত্র ব্যাগ ও মুঠোফোন জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।

গ্রেপ্তার জঙ্গিরা হলেন শাকিল ইসলাম (১৯), আশিকুর রহমান (১৮), আবু মো. ওবায়দুল্লাহ (১৭), তৌকির হোসেন (১৪), আরাফাত হোসেন ওরফে নাঈম (১৯) ও আফসানুর রহমান ওরফে রুবেল (৩১)।

র‌্যাব-৪-এর সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী আজ বৃহস্পতিবার বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও রাজশাহীতে অভিযান চালিয়ে আনসার আল-ইসলামের জঙ্গিদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তারা বলেন, সংগঠনটির সামরিক শাখার দুই সদস্য শাকিল ইসলাম ও আশিকুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁরা গোপনে সংগঠনে যোগ দেওয়ার জন্য অন্যদের উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ ছাড়া সংগঠনটির হয়ে বোমা তৈরির কাজ করতেন তাঁরা। তাঁদের কাছ থেকে বোমা তৈরির ম্যানুয়াল পাওয়া গেছে। বোমা তৈরির সরঞ্জাম কেনার সময় তাঁদের রাজধানীর কল্যাণপুর থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক বাকি চারজন বলেন, তাঁরা গোপন বৈঠকের পাশাপাশি বন্ধুত্ব তৈরি করে নতুন সদস্য সংগ্রহ করে আসছিলেন। তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, ভিডিও আপলোড করে জঙ্গি কার্যক্রম চালাতেন। শাকিল পেশায় একটি দোকানের বিক্রয়কর্মী। শাকিল ও আশিকুরকে কল্যাণপুর থেকে গ্রেপ্তার করা হয়।

আজ র‍্যাব-৪-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি ওবায়দুল্লাহ একজন কলেজছাত্র। সে আনসার আল-ইসলামের সঙ্গে জড়িত থেকে অন্যদের সঙ্গে গোপন বৈঠকের পাশাপাশি বন্ধুত্ব তৈরি করে নতুন সদস্য সংগ্রহ করে আসছিল। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, ভিডিও আপলোডের প্রমাণ পাওয়া যায়।

তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। তৌকির হোসেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র। তাকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।

আরাফাত সিরাজগঞ্জের একটি কলেজের ছাত্র। তাকে ওই জেলার কামারখন্দ থেকে গ্রেপ্তার করা হয়। আফসানুর রহমান পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি। তাঁকে রাজশাহীর চন্দ্রিমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।