পাওনা ২০ লাখ টাকা চাওয়ায় পিটিয়ে গায়ে আগুন: পুলিশ

আসামি নুরুন্নবী ওরফে রনী
ছবি: সংগৃহীত

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক মাস আগে সাভারের তৈরি পোশাক ব্যবসায়ী আহসান হাবীবের অজ্ঞাতনামা হিসেবে মৃত্যু হয়। পাঁচ দিন পর ১২ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর লাশ শনাক্ত করেন স্বজনেরা।

পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত সোমবার রাতে ওই ঘটনায় নুরুন্নবী ওরফে রনী (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করে। এরপর জানতে পারে পাওনা ২০ লাখ টাকা চাইতে গেলে আহসান হাবীবকে হাতুড়ির আঘাতে অচেতন করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সিআইডির গণমাধ্যম বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী আহসান হাবীব
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে শেখ নাজমুল আলম বলেন, সাভারের বিভিন্ন দোকানে তৈরি পোশাক বিক্রি করতেন আহসান হাবীব। প্রতিষ্ঠানটি তাঁর ভগ্নিপতির হলেও তা তিনি দেখাশোনা করতেন। ৭ মে সন্ধ্যায় পাওনা টাকা আদায়ে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন ৮ মে তাঁর পরিবারের পক্ষ থেকে আহসান হাবীব নিখোঁজ থাকার বিষয়ে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

অভিযান তদারকি কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, দগ্ধ অবস্থায় আহসান হাবীবকে যে বাসা থেকে উদ্ধার করা হয়েছে—পরিচয় গোপন রেখে এক কক্ষের সেই বাসাটি ভাড়া নিয়েছিলেন নুরুন্নবী। ঘটনার দিন কয়েকজনকে নিয়ে নুরুন্নবী ব্যবসায়ী আহসান হাবীবকে নিয়ে বাসায় ঢোকেন। একপর্যায়ে তিন সহযোগীকে নিয়ে আহসান হাবীবকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। পরে আগুন ধরিয়ে দিয়ে আবার ঘরে তালা মেরে পালিয়ে যান। হাবীব মারা গেছেন ভেবে নুরুন্নবী বাসাটি তালা মেরেছিলেন। কিন্তু ওই কক্ষ থেকে ধোঁয়া বের হলে বাড়ির মালিক দরজা ভেঙে দগ্ধ অবস্থায় আহসান হাবীবকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু কেউই তাঁকে চিনতেন না। এর আগে পুলিশ নুরুন্নবীর সহযোগী হাসান আহমেদ, জাহিদ হোসেন ও রঞ্জুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর নুরুন্নবী জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেন, আহসান হাবীবের কাছ থেকে তিনি ২০ লাখ টাকার তৈরি পোশাক বাকিতে কিনেছিলেন। আহসান হাবীব পাওনা টাকার জন্য চাপ দিতে থাকলে তিনি হত্যার পরিকল্পনা করেন।

সিআইডির ওই কর্মকর্তা বলেন, আহসান হাবীব হত্যা মামলাটি এখন সিআইডি তদন্ত করছে। আজ বুধবার নুরুন্নবীকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।