পাটকলশ্রমিকদের সড়ক অবরোধ

>নয় দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকার ডেমরা এলাকায় সড়ক অবরোধ করেছেন পাটকলশ্রমিকেরা। চার বছর আগে সরকার যে মজুরি কমিশনের ঘোষণা দিয়েছিল তার বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া, বকেয়া বেতন-ভাতা পরিশোধ করাসহ নয় দফা দাবি রয়েছে শ্রমিকদের। এই কর্মসূচিতে অংশ নিয়েছে ওই এলাকার লতিফ বাওয়ানী ও করিম জুটমিলস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁরা ঢাকা-ডেমরা মহাসড়কের স্টাফ কোয়ার্টার বাসস্টপ এবং ডেমরা চৌরাস্তা পয়েন্টে অবস্থান নেন। অবরোধের কারণে ঢাকা-ডেমরা মহাসড়ক ও ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ছবিতে দেখা যাক কেমন ছিল অবরোধ।
সুলতানা কামাল সেতুর মুখে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা।
সুলতানা কামাল সেতুর মুখে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা।
স্লোগান দিচ্ছেন এক পাটকলশ্রমিক।
স্লোগান দিচ্ছেন এক পাটকলশ্রমিক।
সমাবেশে অংশ নিয়ে নেতাদের বক্তব্য শুনছেন একজন।
সমাবেশে অংশ নিয়ে নেতাদের বক্তব্য শুনছেন একজন।
সড়কের একাংশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।
সড়কের একাংশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া এক নারী শ্রমিক।
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া এক নারী শ্রমিক।
কর্মহীন হয়ে অনেকেই সর্বস্বান্ত।
কর্মহীন হয়ে অনেকেই সর্বস্বান্ত।
গত মঙ্গলবারের সংঘর্ষে আহত হন মো. আজাদ।
গত মঙ্গলবারের সংঘর্ষে আহত হন মো. আজাদ।
সড়কে অবস্থান নিয়েছেন নারী শ্রমিকেরা।
সড়কে অবস্থান নিয়েছেন নারী শ্রমিকেরা।