পাটগ্রামে প্রথম করোনা শনাক্ত, আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জফেরত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ পাল এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি পাটগ্রামে ফেরত আসেন। তিনি নারায়ণগঞ্জে বেসরকারি একটি কোম্পানিতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি উপজেলার পাটগ্রাম ইউনিয়নে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ থেকে ছয় দিন আগে তিনি তাঁর গ্রামের বাড়িতে আসার পর জ্বর, সর্দি ও কাশির লক্ষণ দেখা দেয়। এ অবস্থায় গত শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ। পাটগ্রামে করোনায় আক্রান্তের এটি প্রথম ঘটনা।