পাবনা মুক্ত দিবস পালিত

শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনাসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল রোববার পালিত হয়েছে পাবনা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাবনা জেলা হানাদারমুক্ত হয়। দিবসটি উপলক্ষে পাবনার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
সকালে নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল শহরে শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে। এরপর সংগঠনটির কর্মীরা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে দুর্জয় পাবনা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পাবনা মুক্ত হওয়ার গল্প শোনান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পাবনা জেলা ইউনিটের কমান্ডার হাবিবুর রহমান।
কমান্ডার হাবিবুর রহমান বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষ যখন বিজয়ের উল্লাসে মেতে উঠেছিল, তখনো পাবনা শহরে চলছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই। একপর্যায়ে মুক্তিযোদ্ধারা চারপাশ থেকে পাবনা শহরকে ঘিরে ফেলেন। শেষ পর্যন্ত ১৮ ডিসেম্বর মুক্তিবাহিনীর চতুর্মুখী আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি সেনারা। ওইদিন তারা পাবনা ছেড়ে দলে দলে পালাতে থাকে। শত্রুমুক্ত হয় পাবনা। নারী–শিশু বিজয়ের পতাকা হাতে ঘর ছেড়ে বের হয়ে আসে পথে।