পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

পাবনা জেলা সদরের মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামের বড় ব্রিজ এলাকায় খালের পানিতে খেলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

ওই দুই শিশু হলো মনোহরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (১৩) ও জিয়াউর রহমানের ছেলে জেহাদ হোসেন (১৩)।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ১২টার দিকে শিশু দুটি খালের পানিতে খেলছিল। এ সময় তারা খালের পাড় থেকে লাফিয়ে পানিতে পড়ছিল। এর মধ্যেই হঠাৎ এক শিশু খালের পানির স্রোতে ভেসে ডুবে যায়। তাকে উদ্ধার করতে অপর শিশু চেষ্টা শুরু করলে সে–ও পানিতে ভেসে যায়। বিষয়টি দেখতে পেয়ে অন্য শিশুরা চিৎকার–চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন খালে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় আড়াই ঘণ্টা খোঁজার পর বেলা আড়াইটার দিকে প্রথমে জেহাদ হোসেনকে উদ্ধার করা হয়। এরপর বেলা সাড়ে তিনটার দিকে জুয়েল রানাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দুজনকেই হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

মালিগাছা ইউনিয়ন পরিষদের সদস্য একরাম হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশু দুটির পরিবারের লোকজন শোকে স্তব্ধ হয়ে গেছেন। গ্রামের লোকজন তাঁদের শান্ত করার চেষ্টা করছেন।