পার্বত্য চট্টগ্রামে সেনাদের ছেড়ে দেওয়া ক্যাম্পে পুলিশ মোতায়েনের পরিকল্পনা

বান্দরবানে চিম্বুক পাহাড়
ফাইল ছবি: প্রথম আলো

তিন পার্বত্য জেলায় শান্তি টেকসই করতে সেনাবাহিনীর ছেড়ে যাওয়া ক্যাম্পে পুলিশ মোতায়েন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্র এ তথ্য জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির অন্যতম স্বাক্ষরকারী সন্তু লারমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সন্তু লারমা প্রায় ২০ মিনিট একান্তে কথা বলেন। এরপর প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক হয়। সেই বৈঠকে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তার উপস্থিতিতে সন্তু লারমার সঙ্গে বৈঠক হয়। বৈঠকে পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শান্তি প্রক্রিয়াকে কীভাবে আরও বেশি টেকসই করা যায়, সে বিষয়েও বৈঠকে কথা হয়। শান্তি বিঘ্নকারী ব্যক্তি বা গোষ্ঠীর সৃষ্ট প্রতিবন্ধকতা কীভাবে দূর করা যায়, আলোচনা হয় সে বিষয়েও। এসব বিষয়ে নিয়ে আবারও সভা হবে।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর ছেড়ে আসা বিভিন্ন ক্যাম্পে পুলিশ মোতায়েনের পরিকল্পনা হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির কোন কোন বিষয় বাস্তবায়িত হয়েছে, কোনগুলো হয়নি—সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়।