পুরোনো জাহাজ কিনতে গিয়ে ৪৪ কোটি টাকা আত্মসাৎ

জাহাজ কেনার নামে ব্যাংকের সাড়ে ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের এক ব্যবস্থাপক ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার কমিশন এ মামলা অনুমোদন দিয়েছে।

প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, সংস্থার সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী শিগগিরই মামলাটি করবেন।

মামলার আসামি হচ্ছেন এবি ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের আগ্রাবাদ শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাক চৌধুরী ও লিজেন্ড হোল্ডিংসের মালিক সৈয়দ মোহাম্মদ আবদুল হাই।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ মে ঋণপত্রের মাধ্যমে মোট ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার মূল্যের পুরোনো জাহাজ আমদানি করে লিজেন্ড হোল্ডিংস। পরে আমদানি করা পুরোনো ওই জাহাজ বিক্রি করে ৪৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। ব্যাংকের ব্যবস্থাপকের যোগসাজশে ব্যাংক থেকে রপ্তানিকারককে জাহাজের দাম শোধ করে দেওয়া হয়।