পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১৩ মামলার আসামি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের সামনে পুলিশের সঙ্গে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৪৫)। বাড়ি দেবীদ্বার উপজেলার গঙ্গানগর গ্রামে। তিনি মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাস্থল থেকে ৮০ কেজি গাঁজা, ২টি গুলি ও ১টি পাইপগান উদ্ধার করা হয়।

আলমগীর হোসেন বলেন, হাসানপুর শহীদ নজরুল সরকারি কলজের সামনে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। কুমিল্লা থেকে ঢাকায় প্রাইভেট কারে করে মাদক নিয়ে যচ্ছিলেন খোরশেদ আলম। গোপন সংবাদ পেয়ে পুলিশ হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার থেকে খোরশেদ ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় খোরশেদের সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদের লাশ উদ্ধার করে।