পুষ্টি পরিষদের বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীর হোটেল রেডিসনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত ২৩ সেপ্টেম্বরে। অনুষ্ঠানে ‘পুষ্টির অগ্রযাত্রায় বাংলাদেশ পুষ্টি পরিষদ’ শীর্ষক বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন ও ডিজিটাল মনিটরিং সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে গত চার দশকে পুষ্টি খাতের কার্যক্রম ও জাতীয় পুষ্টিনীতি ২০১৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চেয়ারপারসন ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালকসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা। কেয়ার বাংলাদেশ, কনসার্ন বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেনসহ বেশ কিছু পার্টনার ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি