পেছন থেকে বাসের চাপা, স্কুলছাত্রের মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পেছন থেকে আসা বাসের চাপায় মো. শরীফ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। লালমোহন বাজারের ভোলা-চরফ্যাশন আন্তমহাসড়কে আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শরীফ লালমোহন মডেল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি একটি পোশাকের দোকানে কাজ করত সে। দুর্ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহত ছাত্রের বাবা মো. আবুল কাশেম লালমোহন থানায় একটি মামলা করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাইকেল চালিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল শরীফ। এ সময় লালমোহন বাজারের চৌরাস্তায় মুসলিম হোটেলের সামনে এলে চরফ্যাশন থেকে আসা গুলজার পরিবহনের একটি বাস পেছন থেকে শরীফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শরীফ।

দুর্ঘটনার পর শরীফের সহপাঠী ও লালমোহন পৌরসভার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে আট দফা দাবিতে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা তিনটি বাস ও একটি অটোরিকশা ভাঙচুর করেন। বিক্ষোভের কারণে বেলা ১১টা পর্যন্ত ভোলা-চরফ্যাশনে গাড়ি চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।