প্রকাশিত হলো 'শিশু-কিশোর হালচাল'-এর তৃতীয় সংখ্যা

রংপুরের শিশু-কিশোরদের সাহিত্য পত্রিকা ‘শিশু-কিশোর ২৪.কম’-এর ত্রৈমাসিক ছাপা সংস্করণ ‘ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল’-এর তৃতীয় সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুরে প্রমিতি বই ও কফি শপে প্রকাশনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহ আলম, রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শফিয়ার রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্র রংপুরের সংগঠক সৈয়দ আরিফুল ইসলাম ও জাকির আহমেদ, পত্রিকার সম্পাদক আহসান হাবিব মারুফ ও প্রকাশক এহসানুল হক তানভীর।

অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর তৃতীয় সংখ্যার পাঠ উন্মোচন করেন তাঁরা।

সম্পাদক আহসান হাবিব মারুফ বলেন, ‘আমরা নিয়মিত শিশু-কিশোরদের জন্য পত্রিকাটি প্রকাশ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

অতিথিরা তাঁদের বক্তব্যে শিশু-কিশোরদের এ পত্রিকা প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানান এবং পত্রিকার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

রংপুরে প্রথমবারের মতো এ রকম একটি শিশুতোষ সাহিত্য পত্রিকা ২০১৮ সালের জুন মাসে পোর্টাল হিসেবে চালু হয়। এরপর গত বছরের জুন মাস থেকে ত্রৈমাসিক হিসেবে চালু হয় এর প্রিন্ট সংস্করণ।