প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক খান

মো. ফরিদুল হক খান
ছবি: সংসদ সচিবালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ ফরিদুল হক খান। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তাঁকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফরিদুল হককে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের কারণে সংক্ষিপ্ত পরিসরে হয়েছে শপথ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন না। তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে শপথ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে আজই সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।

গত জুনে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় মারা যান শেখ মো. আবদুল্লাহ। এরপর থেকে প্রতিমন্ত্রীর পদটি শূন্য ছিল। নতুন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পর এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সরকারে ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী হলেন।

আরও পড়ুন