প্রথম আলোর দুই পুরস্কার

৪৬টি দেশের ২৫২টি সংবাদপত্র, ম্যাগাজিন, ডিজিটাল মিডিয়া, টেলিভিশন ও রেডিও থেকে ৮৫৪টি উদ্যোগ আবেদন করে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসের জন্য।

বেস্ট ইউজ অব প্রিন্ট বিভাগে প্রথম স্থান অর্জনকারী প্রথম আলোর নাম ঘোষণা করেন সঞ্চালক টেরি-ক্যারেল রিড। ৯ জুন ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২–এর ভার্চু৵য়াল অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যমে পাঠকদের যুক্ত করা, প্রচারণায় সৃজনশীলতা আর উদ্ভাবনী ব্যবসায়িক কৌশলে প্রথম আলোর ছাপা পত্রিকা ও ডিজিটালের দুটি উদ্যোগ নিয়ে এল আন্তর্জাতিক স্বীকৃতি। সংবাদমাধ্যমের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘বেস্ট ইউজ অব প্রিন্ট’ ক্যাটাগরিতে প্রথম স্থান এবং ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রথম আলো। বিশ্বের পত্রিকা, টেলিভিশন, রেডিওসহ সংবাদমাধ্যমের জন্য সম্মানজনক এই পুরস্কারের আসরে প্রথমবারের মতো ‘শীর্ষ পুরস্কার’ পেল বাংলাদেশি কোনো সংবাদমাধ্যম। ৯ জুন বৃহস্পতিবার রাতে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ‘বেস্ট ইনিশিয়েটিভ টু অ্যাকুয়ার সাবস্ক্রাইবার’ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে।

গত বছর ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২১’–এ কোনো বাংলাদেশি সংবাদমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো সম্মানজনক স্বীকৃতি পায় প্রথম আলো। এ বছর সর্বোচ্চ ৪৬টি দেশের ২৫২টি সংবাদপত্র, ম্যাগাজিন, ডিজিটাল মিডিয়া, টেলিভিশন ও রেডিও থেকে ৮৫৪টি উদ্যোগ আবেদন করে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসের জন্য। গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডের সহযোগী গুগল নিউজ ইনিশিয়েটিভ।

২০২১ সালে ছাপা পত্রিকায় নানামুখী সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগ, তথ্য উপস্থাপন ও বিজ্ঞাপনের নতুনত্বের জন্য ন্যাশনাল ব্র্যান্ড বিভাগে ‘বেস্ট ইউজ অব প্রিন্ট’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পায় প্রথম আলো। এই ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে ক্রোয়েশিয়ার গ্লোরিয়া গ্ল্যাম এবং আয়ারল্যান্ডের আইরিশ এক্সামিনার। এ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে আরব আমিরাতের আরব নিউজ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস এবং কানাডার টরস্টার

গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস-এ বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে প্রথম আলো ডিজিটালের ‘ঘরে বসে ঘর খুঁজুন’ প্রকল্পটি। এই ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পায় ক্রোয়েশিয়ার হানজা মিডিয়া এবং তৃতীয় পুরস্কার পায় ভারতের হিন্দুস্তান টাইমস। এই বিভাগে সম্মানজনক স্বীকৃতি পায় ভারতের দ্য হিন্দু, বেনেট কোলম্যান অ্যান্ড কোম্পািন লিমিটেড (টাইমস অব ইন্ডিয়া) এবং জাগরণ প্রকাশন।

উল্লেখ্য, ২০২০ সালে সংবাদমাধ্যমের আন্তর্জাতিক আরেক সংগঠন ওয়ান-ইফরা আয়োজিত সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে পুরস্কার পায় প্রথম আলো। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলো একটি সোনা ও একটি ব্রোঞ্জপদক পায়।