প্রাথমিকের শিক্ষক নিয়োগে স্বতন্ত্র বিপিএসসি হচ্ছে না

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের স্বতন্ত্র কর্ম কমিশন গঠন করা হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণায়ের সিদ্ধান্ত মোতাবেক শুধু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) গঠনের সুযোগ নেই। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে দশম জাতীয় সংসদে সংসদীয় কমিটি প্রাথমিকের শিক্ষক নিয়োগে বিপিএসসি গঠনের সুপারিশ করেছিল। এই সংসদীয় কমিটির সভায় দশম সংসদের সংসদীয় কমিটির সুপারিশের বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরা হয়। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, মন্ত্রণালয় জানিয়েছে, গত সংসদে সংসদীয় কমিটি ৪৭টি বৈঠকের ২৭৬টি সুপারিশ করেছিল। এর মধ্যে ১২টি বাস্তবায়িত হয়নি। বিপিএসসি গঠন ছাড়াও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর ৩০ করার সুপারিশ ছিল। এটিও বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। আর ‘স্বতন্ত্র প্রাথমিক শিক্ষা বোর্ড ও শিক্ষাক্রম’ তৈরির বিষয়টি বিবেচনায় রয়েছে।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি চরাঞ্চল, পাহাড়ি, হাওর ও দুর্গম এলাকায় চাকরি জীবনের শুরুতে শিক্ষকদের কমপক্ষে ১ বছরের জন্য পদায়নের সুপারিশ করে। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ, আলী আজম, নজরুল ইসলাম, শিরীন আখতার, জোয়াহেরুল ইসলাম, ফেরদৌসী ইসলাম ও মোশারফ হোসেন বৈঠকে অংশ নেন।