প্রান্তিক জেলেদের জন্য কোস্টগার্ডের সহায়তা

মুজিব বর্ষ উদ্‌যাপন উপলক্ষে প্রান্তিক জেলেদের মধ্যে শীতবস্ত্র, লাইফ জ্যাকেট ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ডছবি: প্রথম আলো

মুজিব বর্ষ উদ্‌যাপন উপলক্ষে প্রান্তিক জেলেদের মধ্যে শীতবস্ত্র, লাইফ জ্যাকেট ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ বুধবার দুপুরে সাতক্ষীরার অন্তর্গত সুন্দরবন–সংলগ্ন প্রত্যন্ত এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক জেলেসহ অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে সাহায্য–সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলার অন্তর্গত সুন্দরবন–সংলগ্ন প্রত্যন্ত এলাকায় জেলেদের মধ্যে কম্বল, রেডিও, টর্চলাইট, লাইফ জ্যাকেট, লাইফবয়, রেইনকোট বিতরণ করেছে। এ ছাড়া ওই এলাকায় সুপেয় পানির ব্যবস্থার জন্য নলকূপ স্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, মহামারিসহ সব অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কোস্টগার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। এ সময়ে বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।