প্রীতি ম্যাচে পররাষ্ট্রমন্ত্রীর বিপক্ষে কিস্তিমাত নিয়াজ মোর্শেদের

শেখ রাসেল মেমোরিয়াল র‍্যাপিড দাবা টুর্নামেন্টে প্রীতি ম্যাচে মুখোমুখি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ
ছবি: সংগৃহীত

শেখ রাসেল মেমোরিয়াল র‍্যাপিড দাবা টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আলীমুজ্জামান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার এই দাবা টুর্নামেন্টের আয়োজন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত দিনব্যাপী এই দাবা টুর্নামেন্টে ৩০ জন বাংলাদেশি কূটনীতিক অংশ নেন।

টুর্নামেন্টে দ্বিতীয় হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের পরিচালক আলাউদ্দিন ভূঁইয়া।

ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ একটি প্রীতি ম্যাচে অংশ নেন। এই প্রীতি ম্যাচে নিয়াজ মোর্শেদের কাছে হেরে যান আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আলীমুজ্জামান
ছবি: সংগৃহীত

আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল মোমেন বলেন, কূটনীতিকদের পেশাদারির উৎকর্ষে এই খেলা সহায়ক। তাই তিনি এই খেলায় অংশ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবীন কর্মকর্তাদের উৎসাহিত করেন। তিনি দাবা খেলায় নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনও তাঁর বক্তৃতায় কূটনীতিকদের জন্য দাবা খেলার গুরুত্ব তুলে ধরেন। এই টুর্নামেন্ট আয়োজনের জন্য দাবা ফেডারেশনের প্রতি ধন্যবাদ জানান তিনি।

মাসুদ বিন মোমেন জানান, আগামী বছর বিদেশি কূটনীতিকদের নিয়ে আরেকটি দাবা টুর্নামেন্ট আয়োজন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ তাঁর বক্তব্যে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্বাগত জানান।