প্রেসক্লাবে সৈয়দ আবুল মকসুদের জানাজা অনুষ্ঠিত

সৈয়দ আবুল মকসুদ
ফাইল ছবি

প্রথিতযশা সাংবাদিক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় জানাজা আজ বুধবার বেলা আড়াইটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সংগঠন ফুল দিয়ে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানায়।

বেলা সোয়া দুইটার পর প্রেসক্লাবে সৈয়দ আবুল মকসুদকে বহনকারী ফ্রিজার ভ্যান আসে। পৌনে তিনটার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, সৈয়দ আবুল মকসুদের মৃত্যু সাংবাদিক সমাজে গভীর শূন্যতা তৈরি করেছে। তাঁর পরিবারের প্রতি শোক জানাই। অসংখ্য ভক্ত, পাঠক তাঁর ছিলেন।

সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ বলেন, ‘জীবনের বেশির ভাগ সময় মানুষের কল্যাণে তিনি লিখতেন। হঠাৎ প্রয়াণে হতবিহ্বল হয়েছি। বাবার আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন তিনি।’

সাংবাদিক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় জানাজা আজ বুধবার বেলা আড়াইটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘দুঃখ ভারাক্রান্ত মনে এখানে হাজির হয়েছি। সৈয়দ আবুল মকসুদ সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। পুরোনো সদস্য প্রেসক্লাবের। তাঁর মৃত্যু মেনে নেওয়া যায় না। সাংবাদিক শুধু নয়, জাতির জন্য এটা কষ্টের। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তিনি লিখতেন। তাঁর আরও অনেক কিছু দেওয়ার ছিল। তিনি সাদামাটা জীবন যাপন করতেন।

সৈয়দ আবুল মকসুদকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলসহ (ডিএসইসি) বিভিন্ন সংগঠন।

দ্বিতীয় জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা তিনটায় সৈয়দ আবুল মকসুদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

আজ বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সৈয়দ আবুল মকসুদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।