ফরিদপুর পৌরসভার নির্বাচনে আইনগত বাধা নেই

সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

ফরিদপুর পৌরসভার নির্বাচনের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এই আদেশ দেন।

চেম্বার আদালতের এই আদেশের ফলে ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়াতে আইনগত বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১০ ডিসেম্বর ওই নির্বাচন হওয়ার কথা।

ফরিদপুর পৌরসভার ক্ষেত্রে তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৫ নভেম্বর স্থানীয় ভোটার মো. আতিয়ার রহমান একটি রিট করেন।

রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে ফরিদপুর পৌরসভার নির্বাচনের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আজ শুনানির জন্য চেম্বার আদালতে ওঠে।
চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস।

শুনানিকালে রাষ্ট্রপক্ষে আদালতে যুক্ত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। পরে তিনি প্রথম আলোকে বলেন, ফরিদপুর পৌরসভার নির্বাচনের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে ওই নির্বাচন হতে আইনগত বাধা নেই।
গত ৩ নভেম্বর ওই পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।