ফরিদপুরে ট্রাক উল্টে খাদে, দুই শ্রমিক নিহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার সকাল সোয়া ছয়টার দিকে ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকুয়া জঙ্গল গ্রামের রবিন ইসলাম (২২) ও কামরুল ইসলাম (৩৫)। তাঁরা পাইলিংয়ের কাজ করতেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মাহাতাব উদ্দিন (৬৫), আশিক (২২) ও সেলিম (৩৫)। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় আহত মাহাতাব উদ্দিনের বাড়ি পিরোজপুরে। তিনি তাঁর বাড়ির পাইলিংয়ের কাজ করানোর জন্য পাইলিংশ্রমিকদের নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে একটি ট্রাকে পিরোজপুর যাচ্ছিলেন। ট্রাকটি ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় পৌঁছানোর পর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত দুই পাইলিংশ্রমিক নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।