ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তানজিদ মোল্লা (৯) নামের এক শিশু মারা গেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

তানজিদ ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকার বাসিন্দা ভ্যানচালক জাহিদ মোল্লার ছেলে।

মারা যাওয়া শিশুটির ফুফু রিনা বেগম জানান, তিন দিন জ্বরে ভোগার পর ১১ আগস্ট রোববার তানজিদকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর শিশুটির ডেঙ্গু ধরা পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা রঞ্জন সাহা প্রথম আলোকে বলেন, এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট তিনজন মারা গেল। এর আগে গত ৯ আগস্ট গৃহবধূ লিপি আক্তার (২৫) ও ১ আগস্ট মাদারীপুরের রাজৈর উপজেলার টেপাখোলা এলাকার বাসিন্দা শারমীন (২২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরও জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২০ জুলাই থেকে আজ বুধবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৫৭১ জন। মারা গেছেন ৩ জন, আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ২৪৬ জন। ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৩১২ জন।

এ নিয়ে প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩১ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০।