ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ফরিদপুর
ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসনে একটি নির্মাণাধীন দ্বিতল ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। এ ঘটনায় ওই শ্রমিকের দুই সহকর্মী আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চর হাজীগঞ্জ বাজার এলাকায় ফয়সাল হাসানের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকের নাম আহম্মদ মণ্ডল (২১)। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুড়াইন মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত দুই শ্রমিক হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা মো. খায়রুল (২৫) ও চরভদ্রাসন সদর উপজেলার মৌলভীরচর গ্রামের মো. আবুল কালাম (৩৬)।

নির্মাণাধীন ওই ভবনের মালিক ফয়সাল হাসান বলেন, ওই তিন শ্রমিক নির্মাণকাজে ব্যবহারের জন্য লোহার রড দোতলায় তুলছিলেন। সে সময় অসাবধানতাবশত দূরের বৈদ্যুতিক তারের ছোঁয়া লেগে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহম্মদকে মৃত বলে ঘোষণা করেন। আহত অপর দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে আহম্মদের পরিবারের সদস্যদের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত তিন শ্রমিকের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে।