ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপিডাঙ্গী ও ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন সাইদুল শিকদার (২৩) ও লুৎফর মোল্লা (৪৭)। সাইদুল সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর ইউনিয়নের অনাদীপুর গ্রামের আবুল সিকদারের ছেলে। আর লুৎফর ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামের সোনা মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার চরভদ্রাসনের এমপিডাঙ্গী সড়কে পল্লী বিদ্যুতের উদ্যোগে বিদ্যুতের পুরোনো স্টিলের খাম্বা সরিয়ে সিমেন্টের খাম্বা স্থাপনের কাজ চলছিল। বেলা দুইটার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে স্টিলের খাম্বা সরাতে গিয়ে ১১ হাজার ভোল্ট লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাইদুল শিকদার।

সাইদুলের সহকর্মী আশীকুর ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন সাইদুল। পরে তাঁকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদ মৃত ঘোষণা করেন।

সাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরভদ্রাসন পল্লী বিদ্যুতের দায়িত্বরত কর্মকর্তা সুভাষ চন্দ্র বসু।

এদিকে গতকাল সকাল নয়টার দিকে কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে লুৎফর মোল্লা নামের একজনের মৃত্যু হয়েছে। তাঁর পরিবার জানায়, সকালে বাড়িতে বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন লুৎফর। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, লুৎফর ডেকোরেশনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে তিন বছর আগে একটি মাদক মামলায় তাঁর সাজা হয়। সাজা খেটে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন তিনি। এর মাত্র কয়েক ঘণ্টা পরেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারান লুৎফর।