ফারজানা মিতুর ছয়টি উপন্যাস প্রকাশিত

কবি ও ঔপন্যাসিক ফারজানা মিতুর ছয়টি উপন্যাসের প্রকাশনা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপন্যাসগুলোর প্রকাশনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক আলী ইমাম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, ছড়াকার লুৎফর রহমান রিটন, শিশুসাহিত্যিক আমিরুল ইসলাম এবং কথাসাহিত্যিক ও প্রকাশক মইনুল আহসান সাবের।
প্রধান অতিথির বক্তব্যে আলী ইমাম বলেন, ‘উপন্যাস হলো আমাদের সমাজের প্রতিচ্ছবি। ফারজানা মিতু তাঁর লেখনীর মাধ্যমে আমাদের যাপিত জীবন, প্রেম, ভালোবাসা, বিরহ, অন্তর্জ্বালা, ব্যক্তিগত ও সামাজিক টানাপোড়েনের একটি প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছেন।’
ফারজানা মিতুর উপন্যাসগুলো হলো তোমাতে করিবো বাস, আমার অদৃষ্টে তুমি, কেটেছে একেলা বিরহের বেলা, ভালোবেসে রুমাল দিতে নেই, পথে যেতে যদি আসি কাছাকাছি এবং যে আধারে তুমি নেই। প্রকাশনা সংস্থা দিব্যপ্রকাশ উপন্যাসগুলো প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।