ফিলিপাইনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত বোরহান উদ্দিন

এম বোরহান উদ্দিন
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া) ও করোনা সেলের সমন্বয়ক এফ এম বোরহান উদ্দিনকে ফিলিপাইনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা বোরহান উদ্দিন এর আগে জেদ্দা ও ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া কূটনীতিক হিসেবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের পাশাপাশি দুবাই, সিউল ও কলম্বোয় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে কাজ করেন বোরহান উদ্দিন।

বোরহান উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তি জীবনে বোরহান উদ্দিন বিবাহিত ও দুই সন্তানের বাবা।