ফেরত এলেন ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার ১৫ বাংলাদেশি

নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন। এএফপি ফাইল ছবি।
নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন। এএফপি ফাইল ছবি।

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টায় টার্কিশ এয়ারওয়েজের একটি বিমানে করে তাঁদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রতিনিধিরা।

১০ মে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ৫৭ জন আরোহীসহ একটি নৌকা ডুবে যায়। নৌকা থেকে ১৫ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করে স্থানীয় জেলে ও নৌবাহিনী।

আজ সকালে বিমানবন্দরে নামার পরই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে ইমিগ্রেশন পুলিশ। সেখানে উপস্থিত বাংলাদেশ রেড ক্রিসেন্টের ডেটা অ্যাডমিনিস্ট্রেটর নাজমুল হক জানান, ফেরত আসা ব্যক্তিরা মানব পাচারের শিকার। এ জন্য তাঁদের পাচারকারী চক্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলেই তাঁরা নিজ ঠিকানায় চলে যেতে পারবেন।