বকেয়া বেতনের দাবিতে প্রেসক্লাবের সামনে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতা ও কারখানা খোলার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে পদযাত্রার আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেসক্লাব, ২৪ জানুয়ারি।
ছবি: দীপু মালাকার

বকেয়া বেতন–ভাতা ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পদযাত্রা ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করেছে বিদেশি মালিকানাধীন এ ওয়ান বিডি লিমিটেডের শ্রমিকেরা। এতে সংহতি জানায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শ্রমিকদের এ বিক্ষোভ সমাবেশ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। তাঁদের দাবিগুলো হচ্ছে কারখানার মালিক বাংলাদেশ থেকে যেন পালিয়ে যেতে না পারেন, সেই ব্যবস্থা করা, বন্ধ করা কারখানা খুলে দেওয়া, ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ও মাতৃত্বকালীন ভাতা দেওয়া।

সমাবেশে শ্রমিকনেতারা বলেন, ঢাকা ইপিজেডে অবস্থিত বিদেশি মালিকানাধীন (ইতালি) এ ওয়ান বিডি লিমিটেড ২০২০ সালের ১৮ এপ্রিল থেকে বন্ধ আছে। প্রায় ১ হাজার ১০০ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী এটি অসদাচরণের শামিল। এ বিষয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি।

সমাবেশে এ ওয়ান বিডির শ্রমিকদের পাশাপাশি বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।