বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের অভ্যুদয় হতো না: দুদক চেয়ারম্যান

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক দূরদৃষ্টিসম্পন্ন নেতা। তিনি না হলে বাংলাদেশের অভ্যুদয় হতো না।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এ কথা বলেন। দিবসটিকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ মন্তব্য করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু না হলে আমরা বাংলাদেশ পেতাম না।’

দুদক চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু শিশুদের শিক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে সুপরিকল্পিত উদ্যোগ নিয়েছিলেন। দেশকে স্বাধীন করা থেকে শুরু করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বহু পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমানে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বঙ্গবন্ধুর পরিকল্পনারই প্রতিফলন। তিনি বলেন, জাতিসংঘ শিশু অধিকার সনদ গ্রহণের অনেক আগেই বঙ্গবন্ধু শিশুদের জন্য আলাদা আইন করেছিলেন। ১৯৭০–এর নির্বাচনী ইশতেহারে তিনি শিশু শিক্ষার কথা উল্লেখ করেছিলেন, যা ১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমে বাস্তবায়ন করেছিলেন বঙ্গবন্ধু।

‘বঙ্গবন্ধু নিজের জন্য কিছুই করেননি’—এ মন্তব্য করে দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে ব্যক্তিস্বার্থের চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বলেন, ‘বঙ্গবন্ধু না জন্মালে আজ আমাদের অবস্থা অন্য রকম হতে পারত। আমরা এই পর্যায়ে আসতে পারতাম না।’

আরেক কমিশনার (তদন্ত) জহুরুল হক বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে আমরা বিচারক হতে পেরেছি। আমরা বড় আমলা হতে পেরেছি; বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পেরেছি। বাংলাদেশ স্বাধীন না হলে তা সম্ভব ছিল না।’ তিনি বঙ্গবন্ধুর জীবন থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

সভায় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন দুদক মহাপরিচালক (লিগ্যাল), দুদকের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালকেরা। এ সময় দুদকের সচিব মো. মাহবুব হোসেনসহ অনুবিভাগের মহাপরিচালক, পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।