বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান প্রচার হবে সব টিভিতে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা হবে। দেশের সব টেলিভিশন চ্যানেলসহ অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

আজ সোমবার রাজধানীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে কমিটির এক সভায় এ কথা জানানো হয়।

সভায় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, কোভিড-১৯ জনিত বিদ্যমান পরিস্থিতিতে এসব অনুষ্ঠান টেলিভিশন চ্যানেল, অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্প্রচার করা হবে। অনুষ্ঠানমালায় প্রতিদিন পৃথক থিমভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় অন্যদের মধ্যে অংশ নেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের সভাপতি অঞ্জন চৌধুরী ও জ্যেষ্ঠ সহসভাপতি মোজাম্মেল হক বাবু প্রমুখ।