বন্যায় মৃত্যু বেড়ে ৮২, শুরু হয়েছে ডায়রিয়ার প্রকোপ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বসতভিটা। কদমতলী পশ্চিম এলাকা, চাতলপাড় ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া, ২২ জুন
ছবি: শাহাদৎ হোসেন

বন্যাকবলিত জেলাগুলোতে বন্যাজনিত মৃত্যু বাড়ছে। সর্বশেষ এক দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন বিভাগে বন্যার কারণে এ পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম জানিয়েছে, ১৭ মে থেকে আজ ২৫ জুন পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও রংপুর জেলায় ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে সিলেট বিভাগে। এই বিভাগে মারা গেছে ৫১ জন। ময়মনসিংহ বিভাগে মারা গেছে ২৭ জন। রংপুর বিভাগে ৪ জন।

জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জ জেলায়। এই জেলায় মারা গেছে ২৬ জন। এরপর বেশি মারা গেছে সিলেট জেলায়। সিলেট জেলায় মারা গেছে ১৮ জন। এসব জেলায় বেশি মৃত্যু হচ্ছে পানিতে ডুবে ও বজ্রপাতে।

এই বিভাগগুলোতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত ডায়রিয়াজনিত কোনো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ।