বরগুনায় ভর্তি ভারতীয় করোনায় আক্রান্ত নন

বরগুনা
বরগুনা

বরগুনায় চিকিৎসাধীন ভারতীয় করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইসিডিআর)।

আজ সোমবার বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ভারতীয় এখন ভালো আছেন।

১৮ মার্চ বরগুনা সদর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ভারতীয় বরগুনা জেনারেল হাসপাতালে আসেন। জ্বর, সর্দি ও কাশি থাকায় তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

এই ব্যক্তি ভারতের মহারাষ্ট্র থেকে ২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন। তিনি বরগুনায় স্বর্ণালংকার তৈরির দোকানে কাজ করেন।

ওই ভারতীয় হাপাতালে ভর্তি হওয়ার পর পটুয়াখালী থেকে একটি প্রতিনিধি দল হাসপাতালে এসে তাঁর রক্তসহ অন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠায়। গতকাল রাতে আইইসিডিআর থেকে জানানো হয়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।

এর আগে ১৭ ফেব্রুয়ারি চীনফেরত এক শিক্ষার্থী শরীরে জ্বর নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনিও এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছে আইইডিসিআর।

বরগুনার সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, ভারতের নাগরিককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।