বরিশাল বিভাগে ২ কোভিড-১৯ রোগীর মৃত্যু, শনাক্ত ৫২

বরিশাল বিভাগে নতুন করে ৫২ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন কোভিড–১৯ দুই রোগী। তাদের একজন পটুয়াখলীর, অপরজন বরিশাল নগরের। নমুনা পরীক্ষার ফলাফলে আজ বুধবার এ তথ্য জানা গেছে।

পটুয়াখালীর বাউফল উপজেলার ৭০ বছর বয়সী কোভিড–১৯ নারী গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। বরিশাল নগরের আলেকান্দা এলাকার ৬২ বছর বয়সী ব্যক্তি একই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান গত সোমবার দুপুরে। আজ নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজেটিভ আসে।

এ নিয়ে বিভাগে ২৩ জন কোভিড–১৯ রোগী মারা গেলেন। এর মধ্যে বরিশালে ৮ জন, পটুয়াখালীতে ছয়জন, পিরোজপুরে তিনজন, বরগুনায় দুজন, ঝালকাঠিতে দুজন এবং ভোলায় দুজন মারা গেছেন। মে মাস পর্যন্ত বিভাগে মৃত্যুর সংখ্যা ১০ জনে সীমাবদ্ধ ছিল। বাকি ১৩ জন মারা গেলেন জুনের এই কয়দিনে।

স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে শনাক্ত হওয়া ৫২ রোগীর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায়, ২৭ জন। শনাক্ত ৫২ জন নিয়ে বিভাগে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১৬ জনে। এর মধ্যে বরিশাল জেলায় ৭০১ জন, পিরোজপুরে ৯৪ জন, বরগুনায় ৯৪ জন, পটুয়াখালীতে ৮৩ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, জুনের প্রথম থেকে এই বিভাগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ১০ দিনের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে কোভিড–১৯ রোগী বাড়ছে। এর মধ্যে বরিশাল নগরে সংক্রমণ পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ঈদের সময় বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরার কারণে সংক্রমণ বেড়েছে। এটি প্রতিরোধে এখন কঠোর লকডাউনের বিকল্প নেই।