বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু ২৪ জুন

বরিশাল বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ও অন্য যেসব চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলো সশরীর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৪ জুন থেকে এসব পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের উপস্থিতিতে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আজ দুপুরে অনলাইনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩তম সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন।

সভা সূত্রে জানা যায়, সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত হয় ২৪ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হওয়া বিভিন্ন বিভাগের চূড়ান্ত পর্বের পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে করোনা সংক্রমণ এড়াতে যথারীতি বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা পাবেন না। এ ক্ষেত্রে নিজ দায়িত্বে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এ ছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম ও মৌখিক পরীক্ষাগুলো ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে স্ব স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।

সভায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, প্রক্টর, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানসহ কর্মকর্তারা।

বরিশাল বিশ্বিবদ্যালেয়র প্রক্টর সুব্রত কুমার দাস আজ বিকেলে প্রথম আলোকে বলেন, করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন সেমিস্টারের স্থগিত হওয়া চূড়ান্ত পরীক্ষাগুলো ২৪ জুন থেকে সশরীরে গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

করোনা সংক্রমণ রুখতে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে আটকে যায় বিভিন্ন বিভাগের সেমিস্টারসহ অন্যান্য পরীক্ষা।